শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফোকাস বাংলার ফাইল ছবি)মুজিববর্ষে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ফিরোজ রশীদ তার প্রশ্নে সব মুক্তিযোদ্ধাকে পদক দেওয়ার কথা বলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতেও ভয় পেতেন। আমরা সেই মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েছি। এই সম্মানটাই বড় পদক। এরপর পদক দেওয়ার কী দরকার আছে, তা জানা নেই।
এ সময় মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের বলবো বর্তমানের শিশু-কিশোর-যুবকদের মুজিববর্ষ উপলক্ষে যে যেখানে আছেন, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস শোনান। যেভাবে যুদ্ধ করেছেন, তার কাহিনী শোনান। যুদ্ধের গল্প তাদের (শিশু-কিশোরদের) কাছে বলুন। এতে তারা যেন দৃঢ়চেতা মনোবল নিয়ে সুন্দরভাবে গড়ে উঠতে পারে। দেশকে ভালোবাসতে পারে। দেশ গড়ে তুলতে পারে।