বাংলাদেশ–ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক

জাতীয় সংসদ ভবনএকাদশ জাতীয় সংসদের এমপিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ–ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মৈত্রী গ্রুপের সভাপতি মুহাম্মদ ফারুক খান সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য মো. রুস্তম আলী ফরাজী, মাহবুব আরা বেগম গিনি, মাহমুদ উস সামাদ চৌধুরী, মকবুল হোসেন, আবদুস সোবহান মিয়া, আহসানুল ইসলাম (টিটু) এবং সৈয়দা জাকিয়া নূর অংশ নেন। এছাড়া নিজাম উদ্দিন জলিলও (জন) উপস্থিত ছিলেন।

বৈঠকে গ্রুপের সভাপতি বলেন, এ মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ও ব্রিটেনের জাতীয় সংসদের এমপিদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান-প্রদানের জন্য। এছাড়া রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে এ গ্রুপ গঠন করা হয়েছে।

সদস্যরা মৈত্রী গ্রুপ গঠনের বিষয়টি বাংলাদেশে কর্মরত ব্রিটিশ হাইকমিশনার, বাংলাদেশে কর্মরত ব্রিটিশ প্রতিষ্ঠান, ব্রিটিশ পার্লামেন্টসহ বৃটেনে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনকে অবহিত করার সুপারিশ করেন। বৈঠকে ব্রিটেন ব্রেক্সিট থেকে বের হয়ে আসার পর নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ–ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্র চিহ্নিত করে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুপারিশ করা হয়।

এছাড়া শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ মুজিব জন্মশতবর্ষে নতুন ক্ষেত্র চিহ্নিত করার সুপারিশ করা হয়। বৈঠকে সংসদীয় মৈত্রী গ্রুপের পক্ষ থেকে যে সকল বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শুভেচ্ছা জানানোর সুপারিশ করা হয়।