পোস্টার সরানোর কাজ শুরু করলেন মেয়র আতিক

বনানীর ১৪ নম্বর রোড থেকে নির্বাচনি পোস্টার সরানোর কাজ শুরু করে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামঢাকা সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের লাগানো পোস্টার সরানোর কাজ শুরু করেছেন মেয়র আতিকুল ইসলাম। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার সময় নগরীর বনানী ১৪ নম্বর রোড থেকে এ কাজের সূচনা করেন তিনি।

এ সময় মেয়র বলেন, ‘সিটি করপোরেশন অবশ্যই পোস্টার অপসারণ করবে। তবে, আমরা নিজেরা কাজটি শুরু করলে দ্রুত শেষ হয়ে যাবে। একটি সুন্দর নগরী গড়ে উঠবে।’ তিনি বলেন, ‘আমরা সবাই পরিষ্কার আকাশ দেখতে চাই। আমরা যদি যে যার পোস্টারগুলো নামিয়ে ফেলি, তবে কাজটা দ্রুত হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি এলাকা পোস্টারমুক্ত করা হবে। এরইমধ্যে কাজ শুরু হয়েছে। আমাদের নিজেদের কর্মী মাঠে নামিয়ে দেব। পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইকেলিং করা হবে। যারা পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ কেউ পোড়াবেন না, আমরা এগুলো রিসাইকেলিং করবো।’ তিনি বলেন, ‘বিলবোর্ড করে লাভ নেই।’ মানুষের হৃদয় জয় করতে হলে, হৃদয়ের বিলবোর্ডে স্থান করে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।