ভাসানচরে রোহিঙ্গা পাঠানোর বিপক্ষে পররাষ্ট্রমন্ত্রী

ভাসানচরভাসানচরে রোহিঙ্গাদের না পাঠিয়ে বাংলাদেশিদের পাঠানো বা সেখানে একটি রিসোর্ট করার চিন্তা করা যায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভাসানচরে রোহিঙ্গাদের না পাঠানোর বিষয়টি সরকার চিন্তা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমার চিন্তা। সরকারিভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। ভাসানচর দেখে আমার খুব পছন্দ হয়েছে। ভাবলাম খামোখা অন্য লোকদের এখানে দেবো কেন।’

তিনি বলেন, ‘ভাসানচরে বিরাট লেক আছে এবং রিসোর্ট হতে পারে। এটি অত্যন্ত সুন্দর জায়গা। শুধু রোহিঙ্গা পাঠানোর বিষয়টি না ভেবে আমরা বিকল্প চিন্তা করতে পারি।’  

দেশে অনেক গৃহহীন আছে এবং ভাসানচরে অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে অন্য লোকদের পাঠানোর জন্য আমি বলবো।’