অবৈধ কর্মীদের বিষয়ে আমার মন্তব্য করা উচিত হবে না: কুলাসেগেরান

মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরানমালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে মন্তব্য করা উচিত হবে না বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন।

কুলাসেগেরান বলেন, ‘অবৈধ কর্মীদের বিষয়টি দেখভাল করে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে আমার মন্তব্য করা উচিত হবে না। আমি আমার মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলতে রাজি আছি। অন্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কিছু আমার এখতিয়ারে নেই।’

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সচিব সেলিম রেজা, মালয়েশিয়ার বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলামসহ দু’দেশের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে মালয়েশিয়া