জঙ্গিবাদ-মাদক-বাল্যবিয়ে প্রতিরোধে যা করবে ধর্ম মন্ত্রণালয়

0cf0096fbb7beca2affff69c7f10d66f-5b2bb349b7ff5সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে মুজিববর্ষে সারাদেশে প্রচারণামূলক কাজ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সেমিনার, আলোচনা সভা, বুকলেট ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হবে। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মদিনা সনদের আলোকে সচেতনতা সৃষ্টি, ধর্ম ও দেশপ্রেম নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন নিয়ে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মুজিববর্ষের শুরুতে বঙ্গবন্ধুর জন্মদিনে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম, ৬৪ জেলা, ৫০টি মিশন, ৪৬৫টি মক্তব, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি, ৭৩ হাজার ৭৬৮টি গণশিক্ষা কেন্দ্র, ১ হাজার ১০টি দারুল আরকাম (প্রাথমিক শিক্ষা) মাদ্রাসা, ২ হাজার ৫০টি মডেল ও সাধারণ রিসোর্স সেন্টার, ৫৫৫টি মডেল লাইব্রেরিসহ বিভিন্ন স্থানে ৭৭ হাজার ৯৭১টি জাতীয় পতাকা ওড়ানো হবে।
মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ও সব ধর্মের অধিকার সুরক্ষায় বঙ্গবন্ধুর অবদানের ওপর আন্তর্জাতিক সেমিনার করা হবে। এ সেমিনারে সৌদি আরবসহ অনেক মুসলিম দেশের শীর্ষ আলেমরা অংশ নেবেন। ইসলামে বঙ্গবন্ধুর অবদান ও সব ধর্মাবলম্বীর অধিকার সুরক্ষাসহ ধর্মীয় সম্প্রীতি এবং ৭ মার্চের ভাষণসহ সব বিষয় নিয়ে আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত লিফলেট ও বুকলেট বিতরণ করা হবে। বায়তুল মোকাররম, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও এবং ৫০টি মডেল ইসলামিক মিশন কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে। দেশের সব মসজিদে করা হবে বিশেষ দোয়া ও মোনাজাত।
ধর্ম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, জাতির পিতার জীবন ও কর্ম, সম্প্রীতি রক্ষায় তার অবদান নিয়ে সেমিনার ও আলোচনা সভা করা হবে সারাদেশে। রচনা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। ইসলামের প্রচার ও প্রসারে জাতির পিতা ও তার কন্যা শেখ হাসিনার অবদান নিয়ে ডকুমেন্টারি তৈরি ও প্রচার করা হবে। সারাদেশে ডিজিটাল ব্যানার ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে।
এছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের পত্রিকা ‘অগ্রপথিক’ ও ‘সবুজপাতা’য় আগামী মার্চ থেকে প্রতিমাসে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন সদরে শিশু সমাবেশ ও আনন্দ র্যা লি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ই-নথি চালু, ডিজিটাল (ইলেক্ট্রনিক) হাজিরা ও স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।
মুজিববর্ষে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুজিববর্ষ উদযাপনে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। সেসব উদ্যোগ বাস্তবায়নে এরই মধ্যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর ও সংস্থাগুলো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি, সুন্দর ও সফলভাবে আমরা মুজিববর্ষ উদযাপন করতে পারবো।’