মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস

মোদিকে চিঠি দিয়েছেন শেখ হাসিনা

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাসের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি অবহিত করে চিঠি পাঠিয়েছেন। সোমবার (৯ মার্চ) এই চিঠি পাঠানো হয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল মোদির। তবে বাংলাদেশে কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। এর অংশ হিসেবে প্যারেড স্কয়ারের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত বিষয়টি এরই মধ্যে নয়াদিল্লিকে জানিয়েছে ঢাকা।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের সব প্রস্তুতি নেওয়া ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি এখন ভিন্ন আঙ্গিকে হবে। এ বিষয়টি বিস্তারিত জানিয়ে আমরা ভারতকে নোট ভার্বাল দিয়েছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করে সোমবার চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভিশ কুমার বলেছেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ।’ নতুন তারিখ বাংলাদেশের পক্ষ থেকে তাদের পরে জানানো বলে জানান তিনি।