বাংলাদেশিদের জন্য বন্ধ হলো মালদ্বীপের দরজা




করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী পাওয়ার পর মালদ্বীপের সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে সে দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাসের কারণে মালদ্বীপের সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত বলবত থাকবে।

নিষেধাজ্ঞার সময় বাংলাদেশ থেকে কেউ মালদ্বীপে ভ্রমণ করতে পারবেন না। এই সময় ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিক কারও টিকেট কেনা থাকলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


আরও পড়ুন:
করোনা ভাইরাস: এবার বাংলাদেশিদের জন্য বন্ধ হলো কাতার

কাতারে ফ্লাইট বন্ধ করলো বিমান বাংলাদেশ