X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস: এবার বাংলাদেশিদের জন্য বন্ধ হলো কাতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ২২:০০আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:৩০

 করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ কিছু দেশ থেকে কাতারে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

সোমবার (৯ মার্চ) কাতারের দোহাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের হেড অব চ্যান্সারি মাহ্বুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে কাতার কর্তৃপক্ষ বাংলাদেশসহ বেশ কিছু দেশ থেকে যাত্রী প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। কাতার কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কারণে অনেক বাংলাদেশি নাগরিক যারা ছুটি শেষে সময় মতো কাতারে আসতে পারবেন না, তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষ/কোম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, সাময়িক এ নিষেধাজ্ঞার ফলে ভিসার মেয়াদ শেষ হওয়ার জটিলতা বা অনিয়মিত ছুটির বিষয়ে করণীয় জানতে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে কাতার কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত হালনাগাদ তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য দেশগুলো হচ্ছে− চীন, মিসর, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, নেপাল, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড। এছাড়া সতর্কতার অংশ হিসেবে করোনা উপদ্রুত ইতালির সঙ্গে ইতোমধ্যে বিমান চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ।

/এসএসজেড/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
জনবল ও অর্থ সংকটে ধুঁকছে দেশের প্রথম কৃষি কল সেন্টার
জনবল ও অর্থ সংকটে ধুঁকছে দেশের প্রথম কৃষি কল সেন্টার
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ