সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সচিবালয়করোনা থেকে মুক্তি পেতে আপাতত সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সচিবালয়ে প্রবেশের কোনও পাস ইস্যু করা হচ্ছে না। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা কার্ড এবং তথ্য মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জন্য ইস্যু করা কার্ড ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজিব দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘করোনাভাইরাস ইস্যুতে দর্শনার্থী প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড ছাড়া অন্য কাউকে আমরা ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছি না। খুব বেশি প্রয়োজন না হলে সাংবাদিকরাও যাতে সচিবালয়ে না আসেন এ বিষয়ে তাদের অনুরোধ করছি।’

সম্প্রতি সচিবালয়ে প্রবেশের আগে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছিলো। বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদেরও তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে।

ইতোমধ্যে সচিবালয়ে দর্শনার্থী কক্ষে সাঁটানো নোটিশে লেখা রয়েছে, ‘কোভিড-১৯ করোনাভাইরাসের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়ের অভ্যন্তরে সাধারণ দর্শনার্থী পাস সাময়িকভাবে বন্ধ থাকবে।’