করোনায় চিকিৎসক-নার্সদের সুরক্ষায় সংসদীয় কমিটির সুপারিশ

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিআই) সরবরাহে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সুপারিশে করোনা ভাইরাস শনাক্তে পর্যাপ্ত কিট সরবরাহ করা এবং রোগীদের জন্য পর্যাপ্ত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধা নিশ্চিত করার পরামর্শও দিয়েছে সংসদীয় কমিটি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখার পর্যাপ্ত ব্যবস্থা এবং আইসিইউ সুবিধা আছে কি-না সে বিষয়ে তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া গণজমায়েত এড়িয়ে চলা, সরকারের সিদ্ধান্ত মেনে চলাচল সীমিত রাখা এবং নিজের ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে কমিটি।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির সদস্য আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান, আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর বৈঠকে অংশ নেন।