খালেদা জিয়ার মুক্তি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

মানবিক কারণে ছয় মাসের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি স্থগিত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) এক অফিসিয়াল টুইট বার্তায় বিষয়টি জানানো হয়। ওই বার্তায় আরও বলা হয়, ‘কোভিড-১৯ সমস্যা মোকাবিলার জন্য মানবিক গুনাবলী সম্পন্ন নেতৃত্ব দরকার এবং এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে জাতীয় সংহতি।’

এর আগে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওরতাগোস এক টুইটে বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের নাগরিকদের যেভাবে সহায়তা দিচ্ছে, একইভাবে করোনা আক্রান্ত অন্যদেশগুলোকেও সহায়তা দিচ্ছে। বাংলাদেশে ইউএসএইড স্বাস্থ্যখাতে ইনফেকশন সুরক্ষা ও নিয়ন্ত্রণে কাজ করছে। এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য তারা কাজ করছে।’

প্রসঙ্গত, ইউএসএইড বাংলাদেশ করোনাভাইরাসের জন্য ২৫ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

আরও পড়ুন- 

মুক্তি পেলেন খালেদা জিয়া (ভিডিও)

খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত

যে প্রক্রিয়ায় মুক্তি পাবেন খালেদা জিয়া

মুক্তি পেয়ে ফিরোজাতেই উঠবেন খালেদা জিয়া

প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

মুক্তির পর খালেদা জিয়া যা করতে পারবেন, যা পারবেন না