কাতারে জসীম উদ্দিন, গ্রিসে আসুদকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

পররাষ্ট্র মন্ত্রণালয়
কাতার ও গ্রিসে নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রিসে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আসুদ আহমেদকে। অন্যদিকে কাতারে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ জসীম উদ্দিনকে। দুজনই বিসিএস ১৩ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।

আসুদ আহমেদ নিউ ইয়র্ক, কলম্বো, হংকং, ব্রাসেলস মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েও তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রিধারী আসুদ আহমেদ বিবাহিত এবং দুই সন্তানের জনক।
মোহাম্মাদ জসীম উদ্দিন দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদে কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মহাপরিচালকসহ অন্যান্য পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৪ সালে এনডিসি কোর্স করেছেন এবং ২০১৮ সালে গ্রিসে রাষ্ট্রদূত থাকাকালীন উদ্ভাবনী সেবা প্রদানের জন্য বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কার পেয়েছেন।