করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাজ্যের

বাংলাদেশ-যুক্তরাজ্যব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনাভাইরাস প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আওতায় আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘লর্ড আহমেদ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই সহায়তা প্রদানের প্রস্তাব দেন। আলাপকালে প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।’
প্রধানমন্ত্রী এসময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, কেননা তারা করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শেখ হাসিনা করোনাভাইরাসের বিস্তার রোধে ব্রিটিশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তিনি এসময় করোনা প্রতিরোধে তার সরকারের পদক্ষেপ সম্পর্কে ব্রিটিশ মন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’ খবর বাসস।