করোনার চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ

বাংলাদেশ ডাক বিভাগ রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার থেকে করোনাভাইরাসের চিকিৎসাসহায়ক সরঞ্জাম পিপিই, কিটস ও গণসচেতনতামূলক লিফলেট বিনা মাশুলে দেশব্যাপী সিভিল সার্জন কার্যালয়ে দ্রুততার সঙ্গে পৌঁছে দিচ্ছে।

ডাক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে দেশের ডাক বিভাগ শনিবার থেকে এই কর্মসূচি গ্রহণ করেছে। দেশের ৬৪টি জেলায় সিভিল সার্জন কার্যালয়ে ডাক বিভাগের ৬০টি কাভার্ডভ্যান দিয়ে এসব চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।

পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ডাক বিভাগ সিভিল সার্জন কার্যালয়ে করোনা চিকিৎসা সহায়ক সরঞ্জাম হস্তান্তর করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।