১৪ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

শিক্ষা মন্ত্রণালয়

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সাধারণ ছুটির সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরম-আল-হোসেন বলেন, ‘সাধারণ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি থাকবে।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। আর আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হবে।

এর আগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি ১৮ থেকে ৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ১০ ও ১১ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি।

এদিকে করোনাভাইরাসের প্রকোপ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হতে পারে বলেও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে।