করোনা মোকাবিলায় ২১৮ কোটি টাকার সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য-বাংলাদেশকরোনাভাইরাস মোকাবিলায় সরকারের জাতীয় প্রস্তুতি পরিকল্পনায় ২১৮ কোটি টাকা (২১ মিলিয়ন পাউন্ড) সহায়তা হিসেবে দেবে যুক্তরাজ্য। এই সহায়তার মধ্যে রোহিঙ্গাদের জন্য সহায়তাও যুক্ত করা হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) যুক্তরাজ্য দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, এরমধ্যে ৭৩ কোটি টাকা বিশ্বব্যাংক, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে। জাতীয় স্বাস্থ্য নীতি বাস্তবায়নে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট ও টেস্টিং কিট সংগ্রহ এবং অক্সিজেন সরবরাহসহ অন্যান্য স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য এই অর্থ ব্যয় হবে।

সিটি করপোরেশন এলাকাগুলোয় বসবাসরত প্রায় ২২ লাখ শহুরে দরিদ্রকে স্বাস্থ্যসেবা ও পরিষ্কার থাকার জন্য বিভিন্ন সামগ্রী দেওয়া হবে ইউএনডিপিকে এবং এর জন্য যুক্তরাজ্য দেবে ৩১ কোটি টাকা।

সারাদেশে ব্র্যাকের ৫০ হাজার স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বাড়ানো হবে এবং এর জন্য ব্র্যাককে দেওয়া হবে প্রায় ১১ কোটি টাকা।

এছাড়া প্রায় ১০৫ কোটি টাকা দেওয়া হবে রোহিঙ্গাদের জন্য এবং এই অর্থ জাতিসংঘ ও এনজিওদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।