‘এখনই সারাদেশ লকডাউন না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে’

স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে জরুরি বৈঠকবাংলাদেশ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর আহমেদুল কবীর বলেছেন, ‘দেশে সামনে কঠিন সময় আসছে। এখনই সারাদেশ লকডাউন করা জরুরি। এখনই লকডাউন না করলে এই ভাইরাস আগামী ১০ দিনে ভয়াবহ রূপ নেবে।’

মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর অডিটোরিয়ামে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে দেশের স্বাস্থ্যখাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, স্বাচিপ সভাপতি ইকবাল আর্সলানসহ অন্যরা উপস্থিত ছিলেন।