সংসদ মেডিক্যাল সেন্টারে সুরক্ষা সামগ্রী দিলেন চিফ হুইপ




করোনা পরিস্থিতির মধ্যে জাতীয় সংসদ মেডিক্যাল সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। শুক্রবার (১০ এপ্রিল) চিফ হুইপের ব্যক্তিগত তহবিল থেকে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ৫০টি পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ড-গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি।

পরে এক বার্তায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে চিকিৎসক এবং নার্সরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনও রোগী যেন অবহেলায় মারা না যান। আপনারা ভয় পাবেন না, প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দিন।

বার্তায় প্রধানমন্ত্রীর দেওয়া ৩১ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সুরক্ষা সামগ্রী বিতরণের সময় সংসদ মেডিক্যাল সেন্টারের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।