‘করোনাতে মরবো না, মরবো ভাতের অভাবে’

সড়ক অবরোধ করে বিক্ষোভ

পরিবহন চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা পরিবহন চালুর দাবি জানান।

আন্দোলনরত শ্রমিক আরিফ হোসেন বলেন, ‘আমরা করোনাতে মরবো না। মরবো ভাতের অভাবে। কারণ ঘরে চাল নেই। গাড়ি বন্ধ, পরিবার নিয়ে এভাবে কয়দিন থাকা যায়?’

সড়ক অবরোধ করে বিক্ষোভ

আরেক শ্রমিক মো. সমীর বলেন, ‘গত দেড় মাস কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। পরিবহন চালাতে না পারায় কোনও বেতন ভাতা পাচ্ছি না। মালিকরাও আমাদের পাশে নেই। সরকারের ত্রাণসামগ্রীও আমরা পরিবহন শ্রমিকরা পাচ্ছি না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। সরকার যখন সবকিছুতে স্বাস্থ্যবিধির শর্ত দিয়ে খুলে দিচ্ছে তাহলে পরিবহনও খুলে দিতে পারে।’

সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

আন্দোলনরত শ্রমিকদের দাবি, করোনা পরিস্থিতিতে অনেক কিছু শিথিল করে দেওয়া হয়েছে। অফিস আদালত, দোকানপাট, পোশাক কারখানাসহ অনেক কিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হলেও তাদের কোনও সহায়তা দেওয়া হচ্ছে না।

সড়ক অবরোধ করে বিক্ষোভ
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ‘পরিবহন মালিকরা শ্রমিকদের কোনও খোঁজ খবর নিচ্ছেন না। এর প্রতিবাদে তারা সড়কে অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো থাকার পর তারা চলে গেছেন।’

ছবি: সাজ্জাদ হোসেন।