ঈদসহ যেকোনও সরকারি ছুটিতে করোনা পরীক্ষা চালু রাখার নির্দেশ

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ার কারণে ঈদের ছুটিসহ সরকারি যেকোনও ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিনে দেশের সব করোনাভাইরাস পরীক্ষার ল্যাবরেটরি খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীনের সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ঈদের ছুটি, সরকারি যেকোনও ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও যাতে নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা অব্যাহত থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনামূলক অনুরোধ করা হলো।