জেদ্দা মিশনে কনস্যুলার সেবা শুরু হচ্ছে রবিবার থেকে

কনস্যুলেট ভবন, জেদ্দা

করোনাভাইরাসের কারণে থমকে থাকা কর্মকাণ্ড দেশে সরকারি নির্দেশে আবারও সীমিত পরিসরে চালু হচ্ছে। পাশাপাশি দেশের বাইরে দূতাবাসগুলোতেও যেসব কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছিল সংশ্লিষ্ট দেশগুলো স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করায় দূতাবাসের কাজও সেখানে চালু হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। এরই অংশ হিসেবে আগামী রবিবার জেদ্দায় সীমিত আকারে চালু হচ্ছে বাংলাদেশ কনস্যুলেট অফিস। দুইমাসের বেশি কনস্যুলার সেবা স্থগিত রাখার পর এই অফিস চালু হচ্ছে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে।

বৃহস্পতিবার (২৮ মে) জেদ্দা কনস্যুলেট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান অবস্থায় শুধুমাত্র পাসপোর্ট আবেদন জমা ও প্রদান করা হবে।  তবে সেবা পাওয়ার আগে ইমেইল বা মোবাইল ফোনে যোগাযোগ করে সাক্ষাতের সময় জেনে নিতে হবে। সাক্ষাতের সময়সূচি যাদেরকে দেওয়া হবে শুধুমাত্র তারাই ফেসমাস্ক পরে মিশনে যাবেন সেবা গ্রহণের জন্য। 

উল্লেখ্য, সৌদি সরকার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই পদক্ষেপের আওতায় সীমিত আকারে অফিস, আদালত, মসজিদ খোলা হচ্ছে।