পিপিই সরবরাহের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পম্পেও

100762776_2651746935072469_8443538028965658624_nকরোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে পিপিই সরবরাহ করার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। রবিবার এক টুইট বার্তায় পম্পেও লিখেছেন, ‘এ ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সারা বিশ্বে সামনে থেকে যারা করোনাভাইরাস মোকাবিলা করছেন, তাদের জন্য পিপিই তৈরি করতে কোম্পানিগুলো কাজ করছে বলেও উল্লেখ করেন তার টুইট বার্তায়।

উল্লেখ্য, গত ২৫ মে বাংলাদেশ থেকে ৬৫ লাখ পিস পিপিই অর্ডারের প্রথম চালান গেছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রতিষ্ঠান বেক্সিমকো এই পিপিই তৈরি করার কাজটি পেয়েছে।