কুয়েতে বাংলাদেশি গ্রেফতার

 

কুয়েতকুয়েতে শনিবার (৬ জুন) রাতে কয়েকজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। ধারণা করা হচ্ছে,তাদেরকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৭ জুন) এ বিষয়ে জানতে চাইলে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আজ (রবিবার) সকালে শুনেছি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং কী কারণে করা হয়েছে, সেটি এখনও আমি জানি না।’

গ্রেফতারের বিষয়টি গোপনীয় জানিয়ে তিনি বলেন, ‘আমি খোঁজ-খবর করার চেষ্টা করছি।’

কুয়েতে মানবপাচারের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম  বলেন, ‘এখানে অবৈধভাবে আসার সুযোগ নেই। তবে বৈধভাবে এসে অনেকে অবৈধ হয়ে যায়। ফলে মানবপাচারের বিষয়টি এখানে প্রযোজ্য নয়।’

এদিকে ঢাকার সংবাদ মাধ্যমে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহীদ ইসলাম কুয়েতে গ্রেফতার হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। গত মার্চ থেকে ওই সংসদ সদস্য কুয়েতে অবস্থান করছেন বলে খবরে প্রকাশিত হয়।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে কুয়েতের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সেদেশের পুলিশ বাংলাদেশের একজন সংসদ সদস্যকে মানবপাচারের অভিযোগে খুঁজছে।