সরকারি কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করে প্রস্তুত থাকার নির্দেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসরকারি কর্মকর্তাদের নিজস্ব মোবাইল স্মার্টফোন, ট্যাব, ও ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড বা আপডেট করে সব সময় প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সব কর্মকর্তাদের নিজস্ব মোবাইল স্মার্টফোন, ট্যাব, ও ল্যাপটপে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল সভা অথবা নির্দেশনা দেবেন। এজন্যই কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীন দফতরের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।জুম অ্যাপ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খান স্বক্ষরিত আদেশে বলা হয়েছে, “করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরিভিত্তিতে তার স্মার্টফোন/ট্যাব/ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড/আপডেট করে প্রস্তুত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

উল্লেখ্য, অফিস চালু-সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, জরুরি ও অত্যাবশ্যকীয় ক্ষেত্র ছাড়া সব সভা ভার্চুয়াল উপস্থিতিতে করতে হবে।