স্বাস্থ্য অধিদফতরের চিঠি এখনও পায়নি মন্ত্রণালয়

স্বাস্থ্য অধিদফতরকরোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতর থেকে রাজধানীর ওয়ারীকে লকডাউন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানানো হলেও সেই চিঠি এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় পায়নি। এ কারণে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও কোনও সিদ্ধান্ত নিতে পারছে না লকডাউন বাস্তবায়নকারী সংস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি বলছে, আমাদের কাছে এখনও কোনও নির্দেশনা আসেনি। তাই লকডাউন বাস্তবায়নে যেতে পারছি না।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম রবিবার (২৮ জুন) বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এখনও এ সংক্রান্ত কোনও চিঠি পাইনি। নিয়ম হচ্ছে স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আমাদের কাছে আসবে। আমাদের কাছে আসার পর আমরা সিটি করপোরেশনকে অফিস আদেশের মাধ্যমে জানাবো। এরপর সিটি করপোরেশন তাদের কাজ শুরু করবে।
একই কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান। তিনি রবিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ওয়ারীকে নিয়ে একটি ম্যাপিং পেয়েছি। কিন্তু এখনও কোনও আদেশ পাইনি। আদেশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গতকাল শনিবার (২৭ জুন) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ওয়ারীর রেড জোন লকডাউন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের ১৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি লকডাউনের সুপারিশ করার পর স্থানীয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দফতরের সমন্বয়ে লকডাউন বাস্তবায়ন করা হয়। সেই সময় ওই এলাকায় সাধারণ ছুটি বহাল থাকে। লকডাউন এলাকা থেকে কেউ বাইরে বের হতে পারেন না, কাউকে প্রবেশ করতেও দেওয়া হয় না। অফিস দোকানপাট বন্ধ থাকে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২৬ জুন পর্যন্ত ওয়ারীতে শনাক্ত রোগীর সংখ্যা ১৫৮ জন। এর আগে গত ৯ জুন থেকে ঢাকার পূর্ব রাজাবাজার এলাকা রেড জোন ঘোষণা করে পরীক্ষামূলক লকডাউন শুরু করা হয়। পরবর্তী সময়ে সেটির মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়।