অর্থবিভাগের সম্মতি ছাড়া এনবিআরে গাড়ি ভাড়া করা নিষেধ

এনবিআরএখন থেকে আগের মতো গাড়ি ভাড়া করতে পারবেন না জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণাধীন শুল্ক, মূসক ও আয়কর বিভাগের কর্মকর্তারা। গাড়ি ভাড়া করতে হলে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে। রবিবার (২৮ জুন) এনবিআর থেকে এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের অনুকূলে ৩২১১১০৭ যানবাহন ব্যবহার (চুক্তিভিত্তিক) উপ খাতে বরাদ্দ অর্থ থেকে বোর্ডের নিয়ন্ত্রণাধীন শুল্ক, মূসক ও আয়কর বিভাগের অধীনস্থ মাঠ পর্যায়ের দফতরগুলোকে গাড়ি ভাড়া করার ক্ষেত্রে চারটি নির্দেশনা অনুসরণ করতে হবে। সেগুলো হলো:

১. অবিলম্বে টিও অ্যান্ড ই ভুক্ত গাড়ি কেনার কার্যক্রম গ্রহণ করতে হবে।

২. গাড়ি কেনার আগে সাময়িকভাবে গাড়ি ভাড়া করার প্রয়োজন হলে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে।

৩. অর্থ বিভাগের সম্মতি গ্রহণ ব্যতীত টিও অ্যান্ড ই বহির্ভূত গাড়ি কোনোভাবেই ভাড়া করা যাবে না। ভবিষ্যতে গাড়ি ভাড়া করা হলে সে ক্ষেত্রে অর্থ বরাদ্দ প্রদান করা হবে না এবং তা ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।

৪. গাড়ি ভাড়া সম্পর্কিত কোনও বিধিবিধান থাকলে তার একটি কপিসহ যাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করতে হবে।