করোনায় শুধু ঢাকা বিভাগেই ১০৪১ জনের মৃত্যু

অধ্যাপক নাসিমা সুলতানাকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত এক হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেরই রয়েছেন এক হাজার ৪১ জন। শনিবার (৪ জুলাই) করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনায় এখন পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৫২১ জন, রাজশাহী বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৮২ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, সিলেট বিভাগে ৮৪ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৮ জন মৃত্যুবরণ করেছেন।

এছাড়া মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক পরিসংখ্যানে শতকরা হার উল্লেখ করেন তিনি। এর মধ্যে ৬০ ঊর্ধ্ব ৪৩ দশমিক ৫২ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ দশমিক ০৪ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ দশমিক ৭২ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৭ দশমিক ৪১,  ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ দশমিক ৫১ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ দশমিক ২০ শতাংশ এবং ১০ বছরের নিচে শূন্য দশমিক ৬০ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৫৮৭ জন, যা শতকরা ৭৯ দশমিক ৪৭ ভাগ এবং নারী ৪১০ জন, যা শতকরা ২০ দশমিক ৫৩ ভাগ।