সৈয়দ আশরাফের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর




সৈয়দ আশরাফুল ইসলাম
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (৮ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার বিভাগ থেকে উপ-সচিব নাজনীন ওয়ারেস স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ডিএনসিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানাধীন বনানী কবরস্থানে সমাহিত সৈয়দ আশরাফুল ইসলামের কবর পাকা করে স্থায়ীভাবে সংরক্ষণ করা জরুরি এবং ডিএনসিসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।