করাচিতে বাংলাদেশ মিশন প্রধানের করোনা

করোনাভাইরাসকরাচিতে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধান ও ডেপুটি হাই কমিশনার নুর-এ হেলাল সাইফুর রহমান কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে ওই মিশনের প্রথম সচিব মোহাম্মাদ আতিকুর রহমানও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

হেলাল বলেন, ‘আমরা আইসোলেশনে আছি এবং সুস্থ আছি।’

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকজন বাংলাদেশি কূটনীতিক করোনা আক্রান্ত হয়েছেন। তবে মিশন প্রধানদের মধ্যে হেলাল সাইফুর রহমান প্রথম পজিটিভ শনাক্ত হলেন।

ইতোমধ্যে সরকার হেলালকে দক্ষিণ আফ্রিকায় নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোভিড-১৯ পরিস্থিতি উন্নতি হলে তিনি নতুন কাজে যোগদান করবেন।