রায়হান কবিরের বক্তব্য শুনেছে দূতাবাস

রায়হান কবির (ছবি: সংগৃহীত)মালয়েশিয়ায় আটক বাংলাদেশি যুবক মো. রায়হান কবিরের সঙ্গে দেখা করে তার বক্তব্য শুনেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘তার সঙ্গে দেখা করে আমরা তার বক্তব্য জেনেছি।’

রায়হান কী জানিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘জেনেভা কনভেনশন অনুযায়ী, আটক হওয়া ব্যক্তি দূতাবাসের কাছে যে বক্তব্য দেয় সেটি প্রকাশ করা যায় না। এর আইনি জটিলতা আছে।’

এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা কী হবে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখে রায়হানের বিষয়টি সমাধান করা হবে। আমরা আশাবাদী, দ্রুতই একটি সমাধানে পৌঁছাবো।’

মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ওই দেশের পুলিশ ইতোমধ্যে আমাদের প্রাথমিক রিপোর্ট দিয়েছে এবং আমরা অন্যদের সঙ্গেও যোগাযোগ রাখছি।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘লকড আপ ইন মালয়েশিয়া'স লকডাউন’ শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়ে গ্রেফতার হন মো. রায়হান কবির। আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়, যেখানে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদ মাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া। দেশটির সরকার ওই প্রতিবেদনে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।