ভিয়েতনাম থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে অনলাইন নিবন্ধন শুরু

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এখন পর্যন্ত হ্যানয়ে ৬৮জন বাংলাদেশি অবস্থান করছেন। আরও কিছু বাংলাদেশি যারা বিভিন্ন প্রদেশে আটকে আছে তারাও এ ফ্লাইটে আসতে পারেন বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজ।
তিনি বলেন, ‘আমরা অনলাইনে নিবন্ধন শুরু করেছি। ৬ আগস্ট পর্যন্ত এটি চলবে। ইতিমধ্যে তাদের ফেরত পাঠানোর জন্য ঢাকা ও ভিয়েতনাম সরকারের সঙ্গে যোগাযোগ করছি।’ কবে নাগাদ তারা দেশে ফিরতে পারে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আমরা দ্রুতই পাঠানোর চেষ্টা করছি। নিবন্ধন শেষ হওয়ার পরে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা ও উভয় সরকারের অনুমোদনসহ আরও কিছু টেকনিক্যাল বিষয় আছে। সেগুলোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সামিনা নাজ বলেন, ভিয়েতনাম সরকার ইতোমধ্যে আমাদের জানিয়েছে আরও কয়েকটি প্রদেশে কিছু বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে তারা ফেরত যেতে চায়। আমরা এবিষয়গুলো নিয়েও কথা বলছি। তিনি জানান, ফেরত আসার পুরো তালিকা তৈরি হওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তাদের ফেরত আনা হবে।  সামিনা বলেন, হ্যানয়ে আটকে পড়া ৬৮ জনের মধ্যে ৬৭ জনের বিএমইটি কার্ড আছে কিন্তু এদের বেশিরভাগ পর্যটক ভিসা এবং কয়েকজন আছে বিনিয়োগকারী ভিসায় ভিয়েতনামে এসেছে।

বিএমইটি কার্ডের জন্য ওয়ার্ক পারমিটের বিপরীতে বাংলাদেশের দূতাবাসের এনডোর্সমেন্ট নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে সামিনা বলেন, এদের ক্ষেত্রে আমাদের কোনও অনুমোদন নেওয়া হয়নি।

উল্লেখ্য গত ৩ জুলাই ২৭ জন বাংলাদেশি হ্যানয়ে রাতের বেলায় বাংলাদেশ দূতাবাসে ঢুকে পড়ে অবস্থান নেন। তারা লাইভ ভিডিও করা শুরু করেন। তারা দাবি করেন, তাদের বিশেষ ফ্লাইটে করদাতাদের খরচে দেশে ফেরত নিয়ে যেতে হবে। এরপর আরও কিছু বাংলাদেশি একই দাবি করে দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে। এখন পর্যন্ত চীনের উহান থেকে ৩০৪ শিক্ষার্থীকে জরুরি ভিত্তিতে সরকারি খরচে ফিরিয়ে নিয়ে আসা ছাড়া অন্য ২০ হাজারেরও বেশি বাংলাদেশির কাউকে সরকারি খরচে ফিরিয়ে আনা হয়নি।