ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতর গঠন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতর’ নামে একটি অধিদফতর গঠন করেছে। ‘ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪’ এর ধারা-২০ এর উপধারা-১-এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার এই অধিদফতর গঠন করেছে। সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, অধিদফতরের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। অধিদফতর এই আইনের অধীন ডিএনএ ল্যাবরেটরি, জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা এবং এ-সংক্রান্ত কার্যক্রম সমন্বয়, তত্ত্বাবধান ও পরিবীক্ষণসহ বিধি দিয়ে নির্ধারিত অন্যান্য কাজ করবে।

উল্লেখ্য, কোনও ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ ও এর বিশ্লেষণ প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণ, ডিএনএ নমুনা ও প্রোফাইলের ব্যবহার নিয়ন্ত্রণ, ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন, জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে ২০১৪ সালে ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন করে সরকার।

এই আইনের ধারা-২০ এর উপধারা-১-এ বলা হয়েছে, আইনের উদ্দেশ্যে পূরণে সরকার ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতর’ নামে একটি অধিদফতর স্থাপন করবে।