আজ বুধবার ( ১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে র্যাপিড টেস্ট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে, আমরা একে পজিটিভলি দেখছি। এ সিদ্ধান্তটিও শিগগিরই পাওয়া যাবে।’ তবে কোন ধরনের টেস্ট, অর্থাৎ অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি টেস্ট করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘যেটা আমাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ভালো হবে সেদিকেই আমরা যাবো এবং অনুমোদন দেবো।’
দেশে ভ্যাকসিন আনা প্রসঙ্গে চীন, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্যসহ সব দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভ্যাকসিনের গুণগত মান, সহজলভ্যতা, কার্যকারিতা বিচার বিশ্লেষণ করা হচ্ছে বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন।
কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৭০ ভাগ শয্যা খালি পড়ে থাকছে মন্তব্য করে তিনি বলেন, ‘এতে করে সেখানে বহুসংখ্যক চিকিৎসক, নার্স কর্মহীন বসে থাকছেন। কাজেই যে সব হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা একেবারেই কম সেগুলোকে নন-কোভিড হাসপাতালে পরিণত করতে সরকার কাজ করছে। এতে নন-কোভিড রোগীরা আরও বেশি উপকৃত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুন-
‘জনগণের দিকে তাকিয়ে ফি কমানো হলো’