X
সোমবার, ১৪ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নয়: ড. আলী রীয়াজ

ঢাবি প্রতিনিধি
২২ জুন ২০২৫, ২২:০৮আপডেট : ২২ জুন ২০২৫, ২২:০৮

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট শুধু অন্তর্বর্তীকালীন সরকারে বাস্তবায়ন করার জন্য করা হয়নি। কিছু বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়িত হবে। বাকিগুলো ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে তাদের জন্য পথনির্দেশ তৈরি করে দেওয়ার জন্য। 

রবিবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘দ্য স্টেট রিফর্মস অ্যান্ড ইলেকশন ডিসকোর্স ইন ট্রানজিশনাল ডেমোক্রেসিস: ফ্রম মাস আপরাইজিং টু ইলেকশন অ্যান্ড স্টেট বিল্ডিং’ শীর্ষক দুই দিনব্যাপী ‘ফার্স্ট পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স’ এর কি-নোট স্পিস শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

কি-নোট স্পিসে ড. আলী রীয়াজ বলেন, ‘স্বৈরশাসক যেকোনও ধরনের অসন্তোষ, যেমন ভিন্নমত ও বিরোধীদল দমন করে শাসন ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখে। অভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্নমত প্রকাশ পায়। যেটা অনেক ক্ষেত্রে অস্থিতিশীল অবস্থা তৈরি করে। যেটাকে বলা হয় অটোক্রেটিক নস্টালজিয়া। অভ্যুত্থান পরবর্তী সময়ে দুইটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা বেশি কষ্টসাধ্য হয়ে যায়। একটি বিচারবিভাগ এবং অন্যটি সামরিক ও নিরাপত্তা বাহিনী। দীর্ঘদিনের স্বৈরশাসন এই দুই প্রতিষ্ঠানকে দুর্বল করে দেয়। অনেকসময় এই প্রতিষ্ঠানগুলো প্রতিবিপ্লবের মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি করে। যেমনটা আমরা বিগতে বছরগুলোতে মধ্যপ্রাচ্যে দেখেছি। এছাড়াও, পতিত শাসকের সমর্থকরা ট্রানজিশনাল সময়ে অস্থিরতা তৈরি করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিঘ্নিত করে। এই প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল রাখা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়। বরং রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব। কারণ নিকট ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো এসব প্রতিষ্ঠানের ওপর ভর করে শাসনকার্য পরিচালনা করবে।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় যেসব সরকার ক্ষমতা হারিয়েছে, তাদের সমর্থকেরা ইচ্ছাকৃতভাবে গণতান্ত্রিক পরিবর্তন আটকে দিতে চায় এবং গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করে। তারা মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। যদি সরকার সত্য তথ্য দিয়ে এর জবাব না দিতে পারে এবং কিছুটা স্থিতিশীলতা বা সদিচ্ছা দেখাতে না পারে, তাহলে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে পারি। দেখা গেছে, ৬০ শতাংশ দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে ব্যর্থ হয়েছে, আর ৪০ শতাংশ দেশ সফল হয়েছে। যেখানে এসব সমস্যা সঠিকভাবে মোকাবিলা করা গেছে, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। আর যেখানে মোকাবিলা করা যায়নি, সেখানে আবার পিছিয়ে যাওয়া বা গণতন্ত্র থেকে সরে যাওয়ার ঘটনা ঘটেছে।’

/আরআইজে/
সম্পর্কিত
জরুরি অবস্থা ও প্রধান বিচারপতি নিয়োগের আইন সংস্কারে ঐকমত্য
সোমবার পালিত হবে ‌‌‘জুলাই উইমেন্স ডে'
‘জরুরি অবস্থা জারিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলীয় নেতারও মতামত নিতে হবে’
সর্বশেষ খবর
রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ১৫
রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ১৫
আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২
আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
সর্বাধিক পঠিত
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’