এডিবির অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হচ্ছে: স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রোগ্রাম, জলবায়ু এবং দুর্যোগ ঝুঁকি প্রকল্প, কৃষি উৎপাদন উন্নয়ন প্রকল্প, কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি প্রকল্প, স্টার্টআপ ভেঞ্জার ক্যাপিটাল ফান্ড, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রোগ্রাম, কয়েকটি শিক্ষা প্রকল্প, কয়েকটি জ্বালানি প্রকল্প, ঢাকা-সিলেট রোড প্রকল্প, চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্প, সাসেক আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প, কয়েকটি রেল প্রকল্প, ধীরাশরাম ইনল্যান্ড কনটেইনার ডিপো প্রকল্প এবং রোড সেফটি প্রকল্প।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহান পরকাশ বলেন, 'কোভিড-১৯ মহামারির জন্য বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য সামাজিক সুরক্ষা, দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার ও ইনক্লুসিভ প্রবৃদ্ধির জন্য এই সহায়তা দেওয়া হবে।'
বাংলাদেশ সরকার বাড়তি সহায়তা চেয়েছে জানিয়ে তিনি বলেন, 'বেসরকারি খাত, পাবলিক-প্রাইভেট অংশীদার প্রকল্প ও বন্ড মাকের্ট উন্নয়নের জন্য এডিবি বাড়তি সহায়তা দেবে। গত ৪৭ বছরে এডিবি বাংলাদেশকে ৩,৫০০ কোটি ডলার সহায়তা দিয়েছে।'