এখনই ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন করা যাবে না

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ মন্ত্রিসভায় অনুমোদিত হলেও এখনও তা গেজেট আকারে প্রকাশিত হয়নি। ফলে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এবং এ বিষয়ে সংশ্লিষ্ট  মন্ত্রণালয়, সংস্থার প্রস্তুতি গ্রহণের আগে এ নীতিমালার আওতায় কোনও ব্যক্তি, সংস্থা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন করতে পারবে না বলে জানিয়েছে বেসামরিক  বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।  বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

বেসামরিক  বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রিসভায় অনুমোদিত এ নীতিমালার বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ড্রোন উড্ডয়ন নিয়ে বিভিন্ন খবর প্রচারিত হচ্ছে। প্রকাশিত খবরে কিছু তথ্যগত ভুল থাকায় তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ রয়েছে। কোনও কোনও পত্রিকায় ‘ক’ শ্রেণির ড্রোন ৫০০ ফুট উচ্চতায় উড্ডয়নের যে তথ্য দিচ্ছে তা ভুল। নীতিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির ড্রোন হচ্ছে বিনোদনের কাজে ব্যবহৃত ড্রোন। এ শ্রেণির ড্রোন বিমানবন্দর ও কেপিআই-এর ৩ কিলোমিটারের মধ্যে উড্ডয়ন করতে পারবে না। তবে ৩-৫ কিলোমিটার দূরে পর্যন্ত ৫০ ফুট উচ্চতায় এবং ৫ কেজির কম ওজনের ড্রোন উড্ডয়ন করতে পারবে। বিমানবন্দর ও কেপিআই-এর ৫ কিলোমিটারের বাইরে ১০০ ফুটের বেশি উচ্চতায় এবং ৫ কেজির বেশি ওজনের ড্রোন নিবন্ধন ও অনুমতি ছাড়া উড্ডয়ন করা যাবে না।  ৫০-১০০ ফুটের বেশি উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম এবং ড্রোনের ওজন ৫ কেজির বেশি হলে ‘ঘ’ ছাড়া যেকোনও শ্রেণির ড্রোন উড্ডয়নের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতে নিবন্ধন এবং অনুমতি গ্রহণের প্রয়োজন হবে।

এ বিষয়ে কোনও তথ্যের প্রয়োজন হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন অনুবিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।