ঢাকা-৫ আসনের প্রার্থীদের সঙ্গে রবিবার বসবে ইসি

নির্বাচন কমিশনঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন প্রশিক্ষণ ইন্সস্টিটিউটের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় প্রার্থীদের করোনা পরিস্থিতিতে নির্বাচনি আচরণবিধি সম্পর্কে জানানো হবে।

ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের রির্টানিং কর্মকর্তা জি এম মোতাহার উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।

সাধারণত উপনির্বাচনের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সঙ্গে মতবিনিয়োগ করে না। তবে করোনা সংক্রমণকালে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে নির্বাচনি প্রচারণায় স্বাস্থ্যবিধি অনুসরণসহ বাড়ি বাড়ি গিয়ে প্রচার না করার জন্য প্রার্থীদের অনুরোধ করা হতে পারে।

ইসির তফসিল অনুযায়ী ঢাকা-৫ ও নওগাঁ -৬  সংসদীয় আসনে আগামী ১৭ অক্টোবর ভোট হবে। এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর।

এর আগে ৬ মে বার্ধক্যজনিত কারণে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যান। ফলে এ আসনটিও শূন্য হয়।