২৪ ঘণ্টায় করোনায় সব মৃত্যু হাসপাতালে

করোনাভাইরাসদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছেন। তারা সবাই হাসপাতালে মরা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ জন ও ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৮২৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে একজন এবং ১১-২০ বছরের মধ্যে একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে ২ জন, বরিশালে একজন, রংপুরে একজন, ময়মনসিংহে ৪ জন  এবং সিলেটে একজন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩২ জনই। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মারা গেছেন ৪ হাজার ৯১৩ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৪০৪ জন, চট্টগ্রামে একহাজার ২২ জন, রাজশাহীতে ৩২৯ জন, খুলনায় ৪১৫ জন, বরিশালে ১৮৪ জন, সিলেটে ২২১ জন, রংপুরে ২৩১ জন এবং ময়মনসিংহে ১০৭ জন মারা গেছেন।