সৌদি আরব পৌঁছেছেন ২৫২ প্রবাসী

রিয়াদ বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে প্রবাসীকে

সৌদি আরবে পৌঁছেছেন ২৫২ প্রবাসী। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় তারা সৌদি আরবের রিয়াদে পৌঁছান। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি অ্যারাবিয়ান সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। সৌদিতে যেতে দরকার বিমানের টিকিট। কিন্তু সেই টিকিট পেতেই তাদের যত ভোগান্তি।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ‘এতদিন সৌদি আরবের সঙ্গে আমাদের আকাশপথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে। আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টি ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো। যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একইসঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করছি।’