সৌদি আরবে আকামার মেয়াদ বাড়লো ২৪ দিন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম (সংগৃহীত ছবি)

সৌদি আরবে যেসব বাংলাদেশি  কাজ পেয়েছেন তাদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম এক ফেসবুক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী  বলেন, ‘আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ বুধবার ২৩ সেপ্টেম্বর থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট চার ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।’

ঢাকায় সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, ‘কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলি মেনে কনস্যুলার সেবা প্রদান করা হবে।’