টিকিট, টোকেনের জন্য কাওরান বাজারে সৌদি প্রবাসীরা

শনিবার রাতে সোনারগাঁও হোটেলের পাশে ভিড় করা প্রবাসীরা

টোকেনের আশায় শনিবার রাত থেকেই কাওরান বাজারে আসতে শুরু করেছেন সৌদি প্রবাসীর। রবিবার (৪ অক্টোবর) টিকিট বিতরণের সিরিয়ালের টোকেন দেবে সাউদিয়া এয়ারলাইন্স। আগেভাগে টোকেন নেবেন সেই আশায় সোনারগাঁও হোটেলের চারপাশে রাতে অবস্থান তরেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

শনিবার রাতে সোনারগাঁও হোটেলের পাশে ভিড় করা প্রবাসীরা

সোনারগাঁও হোটেলের সামনে রাতেই এসেছেন জহিরুল হক। সাউদিয়া এয়ারলাইন্সের রিটার্ন টিকিট থাকলেও এখনও রি-ইস্যু করতে পারেননি তিনি। জহিরুল বলেন, ‘ভিসার মেয়াদ বেশি দিন নেই। এখনও টিকিট নিতে পারেনি। যাদের ভিসার মেয়াদ কম তাদের আগে টিকিট দিলে অনেকেই সৌদি ফিরে যেতে পারবেন।’

শনিবার রাতে সোনারগাঁও হোটেলের পাশে ভিড় করা প্রবাসীরা

সাউদিয়া এয়ারলাইন্স জানয়েছিল, যাদের ভিসার মেয়াদ আছে তাদের রবিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত টিকিটের জন্য টোকেন দেওয়া হবে। টোকেন নিতে পাসপোর্ট, সৌদি এয়ারলাইন্সের টিকিট, ভিসার কপিসহ আসতে হবে। তবে রবিবার সকাল ৮টা থেকে টোকেন বিতরণের কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত টোকেন বিতরণ শুরু করতে পারেনি সৌদি এয়ারলাইন্স। করোনার মধ্যে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন সৌদি আরব ফিরতে। টিকিট পেতে প্রবাসীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

সাউদিয়া এয়ারলাইন্সের সামনে টোকেনের জন্য ভিড় করা প্রবাসীরা

সৌদি প্রবাসী জামাল মিয়া বলেন, ‘সৌদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে সিন্ডিকেট হচ্ছে। তারা টোকেন ঠিক মতো দিচ্ছে না । কোনও শৃঙ্খলা নেই।’