বঙ্গবন্ধুর খুনিদের মরণোত্তর বিচারের দাবি তথ্য প্রতিমন্ত্রীর

জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানবঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে এবং যারা এই ঘটনার মাস্টামাইন্ড তাদের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেছেন, ‘আগামী প্রজন্মের সামনে খুনিদের মুখোশ উন্মোচন করতে চাই।’

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুরাদ হাসান বলেন, ‘আজকে আমরা একটি অঙ্গীকার করতে চাই, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে, কিন্তু মারা গেছে, তাদের বিচারে বিচার বিভাগীয় তদন্ত কমিশন হোক। সেটা জাতীয় সংসদ, আদালত বা আইন মন্ত্রণালয়ের মাধ্যমেই হোক, করতে হবে। আমাদের একটাই দাবি, তাদের মরণোত্তর বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবেই।’

খালেদা জিয়াকে আপসকামিতার নেত্রী মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনও দেশে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও খুনের দল রাজনীতি করতে পারে না। একুশে আগস্টের গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী এবং তা বাস্তবায়নকারী খালেদা জিয়া আজ নাকে খত দিয়ে সরকারের সঙ্গে আপস করছে। একের পর এক জামিনে আপসকামিতা, আপসহীন নেত্রীর মানায় না। এখন তাদের গলায় বড় বড় কথা মানায় না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সহ-সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মুখপাত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যশিল্পী তারিন জাহান, জোটনেত্রী চিত্রনায়িকা শাহনুর প্রমুখ।