রেলওয়ের জনবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের সুপারিশ

সংসদীয় কমিটির বৈঠকবাংলাদেশ রেলওয়ের জনবল নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া ক্রয় নীতিমালা সঠিকভাবে অনুসরণ ও টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি খতিয়ে দেখার জন্য সাব-কমিটি গঠন করা করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও বেগম নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।

বৈঠকে রেলওয়ের ক্রয় পদ্ধতি, রেলওয়ের দুটি জোনকে ভেঙে চারটি জোনে রূপান্তর করার সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। এছাড়াও চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের জমিতে পেট্রোল পাম্প স্থাপনের জন্য লিজ প্রণয়ন, চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের জমিতে হাসপাতাল প্রতিষ্ঠার জন্য লিজ প্রদানের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা হয়।