শনাক্ত ও মৃত্যু কমেছে

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)দেশে করোনা সংক্রমণ শুরুর পর ৪৩তম সপ্তাহে নমুনা পরীক্ষা ও সুস্থতার হার বাড়লেও শনাক্ত ও মৃত্যুর হার ৪২তম সপ্তাহের তুলনায় হ্রাস পেয়েছে। রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

সপ্তাহের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪২তম সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৯০ হাজার ১৭৪টি। এই সময় শনাক্ত হয়েছেন ১০ হাজার ২২২ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ১৪৬ জন।

৪৩তম সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৪ হাজার ৭৮৪টি। এই সময় শনাক্ত হয়েছেন ১০ হাজার ২১২ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ৬২৫ জন এবং মারা গেছেন ১৩৪ জন।

রিপোর্ট তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ৪২তম সপ্তাহের চেয়ে ৫ দশমিক ১১ শতাংশ বেড়েছে। এছাড়া শনাক্ত কমেছে ০ দশমিক ১০ শতাংশ, সুস্থতা বেড়েছে ৩ দশমিক ০৪ শতাংশ, আর মৃত্যু কমেছে ৮ দশমিক ২২ শতাংশ।