মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি ঢাকায়

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ‘আল মদিনা যুব ফাউন্ডেশন’ এর কিছু স্বেচ্ছাসেবী যুবক করোনায় মৃতদের দাফনে হাত বাড়িয়েছেন।গত ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে সরকারি হিসেবে করোনায় মোট মারা গেলেন পাঁচ হাজার ৯২৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ সংখ্যক রোগী মারা গেছেন। কেবল ঢাকাতেই মারা গেছেন তিন হাজার ৭৯ জন, শতকরা হিসেবে যা কিনা অর্ধেকেরও বেশি। ৫১ দশমিক ৯৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ১৭৩ জন (১৯ দশমিক ৮০ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৭১ জন (ছয় দশমিক ২৬ শতাংশ), খুলনা বিভাগে ৪৭০ জন (সাত দশমিক ৯৪ শতাংশ), বরিশাল বিভাগে ২০০ জন (তিন দশমিক ৩৮ শতাংশ), সিলেট বিভাগে ২৪৬ জন (চার দশমিক ১৫ শতাংশ), রংপুর বিভাগে ২৬২ জন (চার দশমিক ৪২ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১২২ জন (দুই দশমিক শূন্য ছয় শতাংশ)।
যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের মৃত্যু হার বেশি। মোট পাঁচ হাজার ৯২৩ জনের মধ্যে ষাটোর্ধ মারা গেছেন তিন হাজার ৮৬ জন, যা কিনা শতকরা হিসেবে ৫২ দশমিক ১০ শতাংশ। এরপর রয়েছে ৫১ থেকে ৬০ বছর বয়সীরা, এক হাজার ৫৬৬ জন (২৬ দশমিক ৪৪ শতাংশ), ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ৭৩৬ জন (১২ দশমিক ৪৩ শতাংশ), ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩২৬ জন (পাঁচ দশমিক ৫০ শতাংশ), ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৩৪ জন (দুই দশমিক ২৬ শতাংশ), ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪৬ জন (শূন্য দশমিক ৭৮ শতাংশ) এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে আছে ২৯ জন (শূন্য দশমিক ৪৯ শতাংশ)।