মুজিববর্ষ উপলক্ষে ফিলিপাইনের জাতীয় গ্রন্থাগারে বই উপহার

২০

দেশের পাশাপাশি বিদেশেও পালিত হচ্ছে মুজিববর্ষ। এর অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ নিয়ে লেখা শতাধিক বই ফিলিপাইনের জাতীয় গ্রন্থাগারে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম দেশটির গ্রন্থাগারের পরিচালক সিজার গিলবার্টের কাছে এসব বই হস্তান্তর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপহার হিসেবে দেওয়া বইয়ের বেশিরভাগ ইংরেজিতে লেখা। বই হস্তান্তরের সময় রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন এবং নিজের জীবন দিয়ে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেন।’

উপহার হিসেবে পাওয়া এসব বই পাঠকের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করবেন জানিয়ে সিজার গিলবার্ট বলেন, ‘এই বইগুলো ফিলিপিনো পাঠকদের বঙ্গবন্ধু সম্পর্কে আরও বেশি জানার সুযোগ করে দেবে।