রাজধানীতেই শনাক্ত এক চতুর্থাংশের বেশি

করোনা পরীক্ষাসারাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। এর মধ্যে এক লাখ ৩৭ হাজার ৭৩৪ জন শনাক্ত হয়েছেন শুধু রাজধানীতেই; যা মোট শনাক্তের এক চতুর্থাংশের বেশি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া সর্বশেষ তথ্য থেকে এই তথ্য জানা যায়।

আইইডিসিআর এর দেওয়া তথ্য থেকে জানা যায়, ঢাকা জেলায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৬২ জন, আর পুরো ঢাকা বিভাগে এখন পর্যন্ত শনাক্ত এক লাখ ৮৯ হাজার ৯১৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৫ হাজার ৮৫৫ জন, সিলেট বিভাগে ১৪ হাজার ৪৫৭ জন, রংপুর বিভাগে ১৪ হাজার ২ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৮৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ১২০ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ৭৭৯ জন এবং রাজশাহী বিভাগে ২২ হাজার ৪৭৭ জন শনাক্ত হয়েছেন।