আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো একমাস

এনবিআর প্রকাশিত সার্কুলারআয়কর রিটার্ন দাখিল করার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, ‘আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪-জি প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২০-২১ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা (যা ট্যাক্স ডে নামে সংজ্ঞায়িত) ২০২০ সালের ৩০ নভেম্বর থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করলো।’