যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের শাস্তির দাবিতে সারাদেশে কলম বিরতি

কলম বিরতি পালন করা হয়

পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (১ ডিসেম্বর) সারাদেশে কাস্টমস হাউজ ও ভ্যাট অফিসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি  কর্মসূচি পালন করা হয়। এর আগে ৩০ নভেম্বর লুৎফুল কবিরকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তারা।




সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যার মধ্যে বরখাস্ত করার দাবি জানানো হয়। অন্যথায় কর্ম বিরতিসহ কঠোর কর্মসূচির দেওয়া হবে বলে বিক্ষোভ থেকে আল্টিমেটাম দেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ কলম বিরতি কর্মসূচি পালন করেন রাজস্ব কর্মকর্তারা। বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ), ঢাকা-রাজশাহী-রংপুর, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিজিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কলম বিরতি কর্মসূচিতে সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তারা অংশ নেন।

কলম বিরতি পালন করা হয়
প্রসঙ্গত, রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিত করায় সোমবার বিক্ষোভ সমাবেশ করা হয়। 
জানা গেছে, গত ২৫ নভেম্বর বুধবার বেলা ২টায় হাউসের শুল্কায়ন গ্রুপ-৪ এবং কায়িক পরীক্ষণ গ্রুপ-৩-এর সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের ডেকে তার কক্ষে নিয়ে একটি নথিতে রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্র বিশ্বাসকে দিয়ে জোর করে সই নেওয়ার চেষ্টা করেন। ভবেশ চন্দ্র বিশ্বাস সই করতে অপারগতা প্রকাশ করলে যুগ্ম কমিশনার প্রথমে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে ওই রাজস্ব কর্মকর্তাকে মারধর করেন, যা শিষ্টাচারবহির্ভূত এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ ও সরকারি চাকরি আইন, ২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।